২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু - ২০২৫ সালের রোজার ঈদ কবে
২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি - বাংলা ক্যালেন্ডার ২০২৫২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু এ সম্পর্কে কি আপনি জানতে চাচ্ছেন? আপনি যদি ২০২৫ সালের রমজান মাস কবে থেকে শুরু এই সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। ২০২৫ সালের রমজান মাস কত তারিখে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
২০২৪ সালের পর আসে ২০২৫ সাল। প্রত্যেক বছর মুসলমানদের
দুইটি প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়। তেমনি ২০২৫ সালেও ধর্মীয় উৎসবের পাশাপাশি
বেশ কিছু ঘটনা বা দিন রয়েছে। যেগুলো আমাদের জানা প্রয়োজন। তাই ২০২৫ সালের রমজান
মাস কত তারিখ থেকে শুরু নিচে তা আলোচনা করা হলো-
পেজ সূচিপত্রঃ ২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু - ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
- ২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু
- ২০২৫ সালের রোজার ঈদ কবে
- 2025 সালে কি দুটি রমজান হবে
- ২০২৫ সালের কোরবানি ঈদ কত তারিখে
- ২০২৫ সালের শবে মেরাজ কত তারিখে
- ২০২৫ সালের শবে বরাত কত তারিখে
- ২০২৫ সালের শবে কদর কত তারিখে
- ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
- লেখক এর শেষ কথাঃ ২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু - ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু
২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু তা মুনসাইড এর হিসাব অনুযায়ী বোঝা যায়।
এর হিসেব মোতাবেক হিজরী ১৪৪৬ সন এর রমজান মাসের ১ তারিখ হবে ইংরেজি মাস মার্চ
মাসের ২ তারিখে। মার্চ মাসের ২ তারিখে অর্থাৎ প্রথম রমজানের দিন রবিবার।
এছাড়াও রমজান মাস যেহেতু সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে যেহেতু চাঁদ দেখা
না গেলে দুই একদিন আগে পরে ২০২৫ সালের রমজান শুরু হতে পারে। ২০২৫ সালে কয়টি
রোজা হবে সেটাও চাঁদ দেখার উপর নির্ভরশীল তবে ২০২৫ সালে ৩০ টি রোজা হবে আশা করা
যায়।
২০২৫ সালের রোজার ঈদ কবে
২০২৫ সালের রমজান ঈদ কত তারিখে তা মুনসাইট এর হিসেব অনুযায়ী নির্ধারণ করা হয়।
২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ এ সম্পর্কে জানা যাবে যদি আমরা ২০২৫
সালের রমজান কত তারিখে তারিখ থেকে শুরু এটা জানতে পারি। কেননা ঈদের এক মাস আগে থেকেই
রমজানের রোজা শুরু হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর এবং
ঈদ-উল-আযহা। প্রত্যেক ঈদের আগে সবার মনে একটা প্রশ্ন থাকে যে সামনে বার ঈদ কত
তারিখে।
এবার আসি ২০২৫ সালের রমজান ঈদ কত তারিখে। ২০২৫ সালের রমজান ঈদ বা
ঈদ-উল-ফিতর অথবা রোজার ঈদ মুনসাইড এর হিসাব অনুযায়ী হিজরী ১৪৪৬ সন এর শাওয়াল
মাসের ১ তারিখে অর্থাৎ ইংরেজি মাসের ৩১ শে মার্চ সোমবারে অনুষ্ঠিত হবে। এছাড়াও
ঈদুল ফিতর এবং ঈদুল আযহা চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে কিংবা পরে ২০২৫
সালের রমজানের হতে পারে।
২০২৫ সালে কি দুটি রমজান হবে
২০২৫ সালে দুটি রমজান হবে কি এটা জানার জন্য ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানা জরুরী। আরবি ক্যালেন্ডার অনুসারে জানা যায় যে ২০২৫ সালে দুটি রমজান হবে না। ২০২৫ সালে একটি রমজান হবে। আরবি বছর ১২ মাসের হওয়ায় ঠিক এক বছর পর পর রমজান শুরু হয়।
তবে আরবি মাসের রোজা ইংরেজি বছরের একদম শুরুর দিকে অথবা ইংরেজি বছর শেষ হওয়ার মাঝামাঝি শুরু হলে আরবি ১ বছর পর যখন আবার রোজা শুরু হবে। তখন ইংরেজি বছরে দুইবার রমজান হওয়ার সম্ভাবনা থাকে। তবে ২০২৫ সালে দুটি রমজান হবে না।
কারণ মার্চ মাসে রমজান শুরু। আরবি এক বছর পার হতে ইংরেজি বছরে আবার এক বছর পার হয়ে যাবে। সুতরাং ২০১৫ সালে দুটি রমজান হবে না। তবে শেষবার এক বছরে দুটি রমজান হয়েছিল ইংরেজি বছর ১৯৯৭ সালে। আর পরেরবার ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫ সালে কোরবানি ঈদ কত তারিখে
মুনসাইড এর হিসাব অনুযায়ী ২০২৫ সালে কোরবানির ঈদ আরবি ১৪৪৬ সনের ঈদুল আযহা আরবি
জিলহজ মাসে এবং ইংরেজি জুন মাসের ৬ তারিখে হবে। ২০২৫ সালের ঈদুল আযহা শুক্রবারের
দিন হবে। এছাড়াও কোরবানির ঈদ যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই দুই একদিন আগে
পরে কোরবানির ঈদ হতে পারে।
২০২৫ সালের শবে মেরাজ কত তারিখে
মুনসাইট এর হিসাব অনুযায়ী ২০২৫ সালের শবে মেরাজ আরবি ১৪৪৬ সনের রজব মাসের ২৭ রজব
এবং ইংরেজি জানুয়ারি মাসের ২৭ জানুয়ারি পালিত হবে। ২০২৫ সালের শবে মেরাজের দিনটি
হবে সোমবার। মুসলমানদের কাছে শবে মেরাজ একটি মূল্যবান রাত। মুসলমানরা যারা
শবে মেরাজের ইবাদত পালন করতে চান তারা ২৭ জানুয়ারি দিবাগত রাত থেকে থেকে শুরু
করে ২৮ জানুয়ারি রাতের প্রথম প্রহর অবধি ইবাদত পালন করবে।
২০২৫ সালের শবে বরাত কত তারিখে
মুনসাইট এর হিসাব অনুযায়ী ২০২৫ সালের শবে বরাত আরবি ১৪৪৬ সনের শাবান মাসে ইংরেজি
ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে হবে। ২০২৫ সালের রমজান যেহেতু ইংরেজি মার্চ মাসের ১
তারিখে শবে বরাত ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে হবে। কেননা শবে বরাতের ১৫/১৬ দিন
পরে রমজান মাস শুরু হয়। এছাড়াও রমজান মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই
২/১ দিন আগে পরে ২০২৫ সালের শবে বরাত হতে পারে।
২০২৫ সালের শবে কদর কত তারিখে
মুনসাইট এর হিসাব অনুযায়ী আরবি ১৪৪৬ সনের রমজান মাসের ১ তারিখে এবং ইংরেজি মার্চ
মাসের রবিবারে পহেলা রোজা হবে। যেহেতু রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল সেহেতু
দুই ভাই একদিন আগে পরে ২০২৫ সালের রোজার মাস হতে পারে। শবে কদর সাধারণত রমজান
মাসের শেষ ভাগের শেষ দশ দিনের বিজোড় রাতগুলাতে হয়ে থাকে। তাই ২০২৫ সালের শবে
কদরের রাতগুলো যথাক্রমে ২২ মার্চ, ২৪ মার্চ, ২৬ মার্চ, ২৮ মার্চ, ৩০ মার্চ এর রাত
গুলো হতে পারে।
২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে অনেকে ধারণা থাকলেও আরবে ক্যালেন্ডার
সম্পর্কে তেমন ধারণা থাকে না। তবে মুসলমানদের ধর্মীয় কিছু গুরুত্বপূর্ণ দিবস,
অনুষ্ঠান বা ঘটনা রয়েছে যেগুলোতে ইবাদত পালন করতে হয়। আর এই ইবাদত পালন করার
জন্য আরবি ক্যালেন্ডারের বা হিজরী সনের উপর নির্ভর করতে হয়।
বাংলা এবং ইংরেজিতে
যেমন ১২টি মাস রয়েছে তেমনি আরবিত ক্যালেন্ডারেও ১২টি মাস রয়েছে।অনেকে
২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু এ সম্পর্কে জানতে চায়।আরবি ক্যালেন্ডার
সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে আরবি বছরের যাবতীয় দিবস ঘটনা বা
উপলক্ষ গুলো খুব সহজেই মনে রাখতে পারবে।
বাংলা এবং ইংরেজি বছরে যেমন ৩৬৫ দিনে এক বছর হয় তেমনি আরবি বছরে ৩৬৫ দিনে এক বছর
হয়। বাংলা বা ইংরেজি মাস গুলো যেমন ৩০ বা ৩১ এ যায় তেমনি আরবি মাস সাধারণত ২৯ বা
৩০ দিনে যায়।
বাংলা বা ইংরেজি মাস থেকে আর দুই মাসের তারিখ ১/২ কম হওয়ার কারণে
প্রতিবছর নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দিন বা উপলক্ষ্যগুলো অথবা ইবাদতের দিনগুলো ১০/১১
দিন করে এগিয়ে যায় আর তাই আরবি সনের মুসলিমদের গুরুত্বপূর্ণ উৎসবগুলো চাঁদ দেখার
উপর নির্ভর করে পালিত হয়। নিচে আরবি ১২ মাসের ক্যালেন্ডার দেওয়া হল-
লেখক এর শেষ কথাঃ ২০২৫ সালের রমজান মাস কত তারিখ থেকে শুরু - ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
২০২৫ সালের রমজান কত তারিখ থেকে শুরু এটা মুসলমানদের জন্য জানা গুরুত্বপূর্ণ।
আরবি ক্যালেন্ডার হিসাব করে মুসলমানদের যাবতীয় ধর্মীয় উৎসব বা ইবাদতের দিন
নির্ধারিত হয়। এছাড়াও মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বা উপলক্ষ জানার জন্য
আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানা জরুরী। মুসলমানদের জন্য তেমনি এটি
গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। মুসলমানরা
রমজান মাসের ৩০ টা দিনই রোজা রাখে। এবং এটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ একটি
ইবাদত। তাই মুসলমানদের রমজানের রোজা রাখার জন্য এবং আল্লাহ তায়ালার ইবাদত পালনের
জন্য আগে থেকেই নিয়ত ঠিক করে আগে থেকে প্রস্তুতি নিতে হবে।
যাতে করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। প্রিয় পাঠকগণ আমি আমার
আর্টিকেলে ২০২৫ সালের রমজান মাসের রোজা কত তারিখ থেকে শুরু এবং আরবি ক্যালেন্ডার
সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ২০২৫ সালের রোজার সম্পর্কে লেখা এই
পোস্টটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুবান্ধব অথবা
আত্মীয়-স্বজনদের মধ্যে পোস্টটি শেয়ার করে দিন যাতে করে তারাও পোস্টটি পড়ে
উপকৃত হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url