জনসন বেবি লোশন এর উপকারিতা - জনসন বেবি লোশন ব্যাবহারের নিয়ম

বাচ্চাদের চুল ঘন করার উপায় - বাচ্চাদের চুল ঘন করার তেলের নামজনসন বেবি লোশন এর উপকারিতা সম্পর্কে কি আপনি জানতে ইচ্ছুক? আপনি যদি জনসন বেবি লোশনের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। জনসন বেবি লোশন সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
জনসন-বেবি-লোশন-এর-উপকারিতা
জনসন বেবি লোশন মূলত বাচ্চাদের ত্বকের জন্য ব্যবহৃত হয়। এ লোশন টি বাচ্চাদের শরীরে ব্যবহারের ফলে অনেক উপকার হয়। জনসন বেবি লোশনের যাবতীয় উপকারিতা এবং জনসন বেবি লোশন ব্যবহারের নিয়ম সহ বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

পেজ সূচিপত্রঃ জনসন বেবি লোশন এর উপকারিতা

জনসন বেবি লোশন এর উপকারিতা

জনসন বেবি লোশনের অনেক উপকারিতা রয়েছে। জনসন বেবি লোশন বাচ্চাদের ত্বকের জন্য ব্যবহৃত হয়ে থাকে। জনসন বেবি লোশন বাচ্চাদের ত্বকে ব্যবহারের ফলে বাচ্চাদের ত্বকে পুষ্টি যোগায় পাশাপাশি বাচ্চাদের ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে।
জনসন বেবি লোশনে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো শিশুর ত্বককে প্রাকৃতিকভাবে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। নিচে জনসন বেবি লোশন এর উপকারিতাগুলো দেওয়া হলো-
  • ময়েশ্চারাইজ রাখে -- জনসন বেবি লোশন ব্যবহারের ফলে শিশুর ত্বককে নরম ও মোলায়েম রাখতে সাহায্য করে। এই লোশনটি ব্যবহারের ফলে শিশুর ত্বককে সারা দিন ময়েশ্চারাইজ রাখে।
  • নিরাপদ -- বাচ্চাদের ত্বকের জন্য এই জনসন বেবি লোশনটি নিরাপদ। যার কারণে শিশুদের ত্বকে কোন ধরনের ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা থাকে না।
  • সুগন্ধিময় -- এই জনসন  বেবি লোশন দারুন একটা সুগন্ধ থাকায় বাচ্চাদের ত্বকে এটি ব্যবহারের ফলে বাচ্চাদের ত্বক ও সুগন্ধিময় হয়ে ওঠে। সুগন্ধি থাকার কারণে এতে বাচ্চার কোন সমস্যা হয় না।
  • হালকা এবং নরম -- জনসন বেবি লোশন হালকা এবং নরম ধরনের হওয়ায় বাচ্চাদের ত্বকের জন্য যথেষ্ট মানানসই। এতে বাচ্চার ত্বকের কোন সমস্যা হয় না।
  • পিএইস মাত্রা সঠিক -- জনসন বেবি লোশনের পিএইচ মাত্রা ঠিক থাকার কারণে করা বাচ্চা ত্বকের জন্য উপযুক্ত। এবং এতে কোন ধরনের ক্ষতিকর উপাদান যোগ করা নেই।

জনসন বেবি লোশন কি নবজাতকের জন্য ভালো

জনসন বেবি লোশন নবজাতকের জন্য ভালো কিনা এই প্রশ্নটা অনেকে করে থাকে। নবজাতকের জন্য এই জনসন বেবি লোশন টি উপকারী এবং নিরাপদ বলে মনে করা হয়। এটা নবজাতক থেকে শুরু করে ছোট বাচ্চাদের ত্বকের যত্নে ব্যবহার করা হয়। এ লোশনটি  ব্যবহারের ফলে শিশুর ত্বক ময়েশ্চারাইজ এবং প্রশমিত হয়। তবে জনসন বেবি লোশন নবজাতকের ত্বকে ব্যবহার করার পূর্বে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রত্যেকটি শিশুর ত্বক আলাদা আলাদা হয়ে থাকে।
তাই এই লোশনটি ব্যবহার করবে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে।জনসন বেবি লোশনে অনেক সুগন্ধি রয়েছে। এই সুগন্ধির কারণে নবজাতকের ত্বক জ্বালাপোড়া করতে পারে আবার যেসব বাচ্চার সুগন্ধিতে এলার্জি রয়েছে  তাদের সুগন্ধিযুক্ত এসব লোশন ব্যবহার না করাই ভালো। একজন নবজাতকের জন্য বা তার ত্বকের জন্য কোন কোন পণ্য ব্যবহার করা যাবে তা শিশু বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে।

    জনসন বেবি লোশন কি মুখে ব্যবহার করা যায়

    জনসন বেবি লোশন মূলত বাচ্চাদের ত্বকে ব্যবহারের জন্য। বাচ্চাদের ত্বকের জন্য এই লোশনটি অনেক কার্যকরী।এ লোশনটিতে অনেক উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে জনসন বেবি লোশন তো সাধারণত বাচ্চাদের ত্বকের জন্য তবে এটি কি মুখে ব্যবহার করা যাবে ? উত্তর হ্যাঁ, আপনি চাইলে জনসন বেবি লোশন আপনার ত্বকে কিংবা মুখে ব্যবহার করতে পারবেন এতে কোন সমস্যা নেই।
    জনসন-বেবি-লোশন-মুখে-ব্যাবহার-করা-যায়-কি-না
    জনসন বেবি লোশন অনেক হালকা এবং নরম হওয়ায় বাচ্চাদের ত্বকের জন্য একদম উপযুক্ত। তবে বাচ্চাদের ত্বক ছাড়াও বাচ্চাদের মুখেও ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলেই আপনার মুখে ব্যবহার করতে পারবেন।। জনসন বেবি লোশনের সুগন্ধী টাও অনেক ভালো। তবে আপনি যদি শুধুমাত্র এই লোশনটি ব্যবহার করে ভাবেন যে এতেই পর্যাপ্ত, তাহলে আপনি ভুল ভাবছেন।আপনি চাইলে আপনার ত্বকের ব্যবহার করতে পারবেন তবে এই লোশনটি আপনার জন্য পর্যাপ্ত নয়।

    কারণে লোশনটি হালকা নরম হওয়ায় বাতাসের সংস্পর্শে গেলে খুব তাড়াতাড়ি ত্বক শোষণ করে ফেলে।আপনি যদি আপনার ত্বকে এ লোশনটি ব্যবহার করতে চান তাহলে এই লোশন টি ব্যবহারের পর আপনাকে আপনার ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।কেননা বাইরে ঘোরাঘুরির জন্য সূচির আলো কিংবা বাতাসের কারণে জনসন বেবি লোশনটি খুব তাড়াতাড়ি শোষিত হয়ে যায়। ফলে আপনার ত্বকের জন্য এটা পর্যাপ্ত হয়ে ওঠে না। তাই আপনাকে অতিরিক্ত সুরক্ষার জন্য এক্সট্রা কিছু ব্যবহার করতে হবে।

    জনসন বেবি লোশন এর দাম

    জনসন বেবি লোশন বাজারের দোকানে, সুপার শপে বা অনলাইন পেইজেও পাওয়া যাবে। কেনার আগে অবশ্যই ভালো করে দেখে কিনতে হবে। মেয়াদের তারিখ ভালো করে দেখে নিবেন। কম দামের আশায় কখনো খারাপ পণ্য কিনবেন না। নিচে অনলাইন পেইজের কিছু জনসন বেবি লোশন এর দাম সহ দেয়া হলো-
    • Johnson's Baby Lotion 100 ml --এই লোশন টি আপনি 'Agrocerybd' ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই ১০০ মি. লি. লোশন এর দাম ২০৫ টাকা।
    • Johnson's Baby Lotion 100 ml --এই লোশন টি আপনি দারাজ বিডি থেকে পেয়ে যাবেন। এই ১০০ মি.লি. লোশনের দাম ২৭৫ টাকা।
    • Johnson's Baby Lotion 400 ml --এই লোশনটি আপনি ' Japanese Product in Bangladesh' এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ৪০০ মিলি এ লোশন টির দাম ১৬০০ টাকা ।
    • Johnson's Baby Lotion 200 ml -- এই লোশনটি আপনি 'Sunnah Ghar' ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ২০০ মিলি এই লোশনটির দাম ৩১৫ টাকা।
    • এসব ওয়েবসাইট ছাড়াও আপনি অনলাইনে আরো অনেক ওয়েবসাইট বা পেইজে, দোকানে, সুপার শপে পেয়ে যাবেন।

    জনসন বেবি লোশন ব্যবহারের নিয়ম

    জনসন বেবি লোশন সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত জানলাম এবার জানবো জনসন বেবি লোশন ব্যবহারের নিয়ম। জনসন বেবি লোশন এর অনেক উপকারিতা রয়েএ লোশন বাচ্চাদের ত্বকে ব্যবহারের ফলে বাচ্চাদের ত্বক অনেক ময়েশ্চারাইজ, কোমল, নরম হয়। জনসন বেবি লোশন ব্যবহারের কিছু নিয়ম মেনে বাচ্চাদের ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
    • গোসলের পর -- জনসন বেবি লোশন ব্যবহারের পূর্বে বাচ্চাকে আগে ভালো হবে গোসল করিয়ে নিন।তারপর গোসল শেষ হলে গামছা অথবা তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নিন।
    • মোছানো হয়ে গেলে তারপর বাচ্চার পুরো শরীর জুড়ে এই জনসন বেবি লোশন ব্যবহার করুন।এতে বাচ্চার ত্বক নরম ও সুরক্ষিত ও স্বাস্থ্যকর দেখাবে।
    • বাচ্চাকে যখন ঘুম পারাবেন, ঘুমানোর আগে বাচ্চাকে বেডে শুয়ে এই জনসন বেবি লোশন দিয়ে পুরো শরীর ম্যাসাজ করুন। ম্যাসাজ এ আপনার বাচ্চার যেমন শরীরে উপকার হবে তেমনি কারণে এ লোশনের কারণে বাচ্চা ত্বকের দারুন উপকার হবে। এতে আপনার বাচ্চাকে তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করবে।
    • প্রতিদিন ২ বার করে এই জনসন বেবি লোশনের ব্যবহার করতে পারবেন। নিয়মিত বাচ্চার ত্বকে এ লোশনটি ব্যবহারের ফলে বাচ্চার তখন অনেক মসৃণ এবং ময়েশ্চারাইজ হবে।

      জনসন বেবি লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া

      শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেব জনসন বেবি লোশন মূলত সবাই ব্যাবহার করে বাচ্চার ত্বকের জন্য। বাচ্চাদের ত্বকে জনসন বেবি লোশন ব্যবহারের ফলে বাচ্চার ত্বক খুবই মসৃন ও মোলায়েম হয়।অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জনসন বেবি লোশন এর কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি আছে কিনা। উত্তর হলো না, জনসন বেবি লোশন এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জনসন বেবি লোশন নির্দ্বিধায় আপনার বাচ্চার ত্বকে অথবা যদি আপনি ব্যবহার করেন আপনার ত্বককে ময়েশ্চারাইজ, মসৃন, মোলায়েম, নরম করে তুলতে সাহায্য করবে। তবে জনসন বেবি লোশন বাচ্চাদের ত্বকে ব্যবহারের পূর্বে আগে ভালোভাবে যাচাই করে ক্রয় করতে হবে।
      যাচাই-বাছাই বা পরীক্ষা করে অরিজিনাল পণ্য কিনতে হবে। খেয়াল রাখতে হবে কম দামি পণ্য কিনতে গিয়ে যেন বাচ্চার ত্বকের ক্ষতি না হয়ে যায়। নকল জনসন বেবি লোশন ব্যবহারের ফলে বাচ্চার ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই পণ্যটি ক্রয় করার আগে ভালো করে পরীক্ষা করে তারপর কিনুন।এছাড়া জনসন বেবি লোশন এর ব্যবহারের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। জনসন বেবি লোশন আমরা সাধারণত বাচ্চাদের ত্বকের উপকারের জন্যই ব্যবহার করে থাকি। তবে এই ব্যবহার যেন বাচ্চা ত্বকের জন্য হুমকি স্বরূপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
      দৈনিক দুইবার এই জনসন বেবি লোশন ব্যবহার করলেই আপনার বাচ্চা ত্বকের জন্য পর্যাপ্ত উপকার বয়ে আনবে। অধিক উপকারের আশায় বাচ্চার ত্বকে অতিরিক্ত ব্যবহারের করা যাবে না। এতে উপকারের বদলে বাচ্চার ত্বকে ক্ষতি হতে পারে। এছাড়া জনসন বেবি লোশন এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি নেই। উপরের নিয়ম অনুসারে এই জনসন বেবি লোশন ব্যবহার করলে বাচ্চার ত্বকে পর্যাপ্ত উপকারিতা বয়ে আনবে। বাচ্চার ত্বক হয়ে উঠবে ময়েশ্চারাইজ, মোলায়েম, নরম ও  মসৃন।

      লেখক এর শেষ কথাঃ জনসন বেবি লোশন এর উপকারিতা

      জনসন বেবি লোশন এর উপকারিতা সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা জরুরী। কোন কিছু ব্যবহারের পূর্বে সে সম্পর্কে আমাদের ভালো মতো জানা প্রয়োজন। তাছাড়া না জেনে কোন কিছু ব্যবহার না করাই উত্তম। জনসন বেবি লোশন এর যাবতীয় উপকারিতা এবং এই সম্পর্কে যাবতীয় তথ্য ও এ লোশন ব্যাবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। জনসন বেবি লোশন বাচ্চাদের ত্বকে নিয়মিত ব্যবহার করলে বাচ্চার ত্বকের দারুন উপকার হবে।

      এই আর্টিকেলে আমি জনসন বেবি লোশনের উপকারিতা এবং এই লোশন ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে আপনার বন্ধু-বান্ধব অথবা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারা এটা পড়ে উপকৃত হতে পারে। এরকম আরো তথ্য বহুল আর্টিকেল পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
      • Rony
        Rony 8 October 2024 at 11:52

        অনেক সুন্দর হইছে

      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url