কোডোমো বেবি লোশন এর উপকারিতা - কোডোমো বেবি লোশন এর দাম
জনসন বেবি লোশন এর উপকারিতা - জনসন বেবি লোশন ব্যাবহারের নিয়মকোডোমো বেবি লোশন এর উপকারিতা সম্পর্কে কি আপনি জানতে ইচ্ছুক? আপনি যদি কোডোমো
বেবি লোশন এর যাবতীয় উপকারিতা এবং গুনাগুন সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাহলে এই
পোস্টটি আপনার জন্য। কোডোমো বেবি লোশন এর যাবতীয় উপকারিতা সম্পর্কে জানার জন্য
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কোডোমো বেবি লোশন মূলত বাচ্চাদের ত্বকে ব্যবহারের জন্য। বাচ্চাদের শরীরে এই
কোডোমো বেবি লোশনটি ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের অনেক উপকার হয়। বাচ্চার ত্বকে
কোডোমো বেবি লোশন ব্যবহারের উপকারিতা সম্পর্কে নিজের বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্রঃ কোডোমো বেবি লোশন এর উপকারিতা
- কোডোমো বেবি লোশন উপকারিতা
- কোডোমো বেবি লোশন কি নবজাতকের জন্য ভালো
- কোডোমো বেবি প্রোডাক্ট কেমন
- কোডোমো বেবি লোশন পাউডার
- কোডোমো বেবি লোশন এর দাম
- লেখকের শেষ কথাঃ কোডোমো বেবি লোশন এর উপকারিতা
কোডোমো বেবি লোশন এর উপকারিতা
কোডোমো বেবি লোশন এর অনেক উপকারিতা রয়েছে। এই লোশন মূলত বাচ্চাদের ত্বকের
জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই লোশন টি গরমের জন্য বাচ্চাদের ত্বকে বেশি
কার্যকরী। তাই এই কোডোমো বেবি লোশন টি গরমের সময় বাচ্চাদের ত্বকে নিয়মিত
ব্যবহার করুন। বাচ্চাদের ত্বকের জন্য যথেষ্ট উপযোগী এই কোডোমো বেবি লোশন।
বাচ্চাদের ত্বকে কোডোমো বেবি লোশন ব্যবহারের ফলে বাচ্চার ত্বকে ভিতর থেকে নরম
এবং কোমল রাখতে সাহায্য করে। কোডোমো বেবি লোশন এমন কিছু
উপাদান দিয়ে তৈরি যা বাচ্চার ত্বকের জন্য যথেষ্ট উপযুক্ত। নিচে কোডোমো বেবি
লোশন এর কয়েকটি উপকারিতা গুলো দেওয়া হল-
- ময়েশ্চারাইজ করে -- বাচ্চাদের ত্বকে এই কোডোমো বেবি লোশন টি ব্যাবহারের ফলে বাচ্চার ত্বক ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। এ লোশন টি ব্যবহারের কারণে বাচ্চার ত্বক ভিতর থেকে নরম ও মসৃন রাখতে সাহায্য করে।
- শোষণ ক্ষমতা বেশি -- কোডোমো বেবি লোশন বাচ্চার ত্বকে খুব তাড়াতাড়ি শোষণ করে। অনেক ধরনের লোশন আছে যেগুলো ত্বক তাড়াতাড়ি শোষণ করতে পারে না। তবে কোডোমো বেবি লোশন টি হালকা এবং নরম হওয়ায় ত্বকে ব্যবহারের অল্প সময়ের মধ্যেই মিলিয়ে যায়। যার কারণে বাচ্চার ত্বকে ব্যবহারের পর বাচ্চা কোনরকম অস্বস্তিবোধ করে না।
- সুগন্ধিযুক্ত -- এই কোডোমো বেবি লোশন সুগন্ধিযুক্ত হওয়ায় এ থেকে খুব ভালো একটা সুগন্ধ পাওয়া যায়। এই লোশনটি ব্যবহারের পর বাচ্চার ত্বকও সুগন্ধিতে ভরে ওঠে। এ লোশনটিতে খুব একটা সুগন্ধি থাকায় বাচ্চার কোন সমস্যা হয় না।
- পার্শ্ব প্রতিক্রিয়া নেই -- কোডোমো বেবি লোশন এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ লোশনটি জাপানি ব্র্যান্ডের তবে এটি থাইল্যান্ডে উৎপাদন করা হয়েছে। এটি ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের কোনরকম ক্ষতি হয় না। এ লোশন টি ব্যবহারের ফলে বাচ্চার ত্বকে কোনরকম এলার্জি কিংবা র্যাশেজ এর প্রতিক্রিয়া দেখা যায় না। এই লোশনটি বাচ্চার ত্বকের জন্য উপযুক্ত এবং নিরাপদ।
কোডোমো বেবি লোশন কি নবজাতকের জন্য ভালো
কোডোমো বেবি লোশন নবজাতকের জন্য ভালো কিনা এই প্রশ্ন অনেকেই করে থাকেন। বাচ্চাদের
প্রতি মায়েরা অনেক বেশি সচেতন হয়ে থাকে। তাই জন্মের পর থেকেই বাচ্চা ত্বকের
প্রতি অনেক যত্নশীল হয়ে থাকেন। জন্মের পর থেকে একটি বাচ্চার ত্বকের সুরক্ষার
জন্য মায়েরা বিভিন্ন ধরনের লোশন, তেল, শ্যাম্পু, পাউডার, ক্রিম ইত্যাদি ব্যবহার
করে থাকে। বাচ্চার ত্বকের জন্য এসব প্রোডাক্ট ব্যবহারের আগে জানতে চাই যে এসব
প্রোডাক্ট বাচ্চা ত্বকের জন্য ভালো কিনা, বাচ্চা ত্বকের কোন ক্ষতি করে কিনা, কখন
ব্যবহার করা যাবে ইত্যাদি আরো নানা ধরনের প্রশ্ন।
তেমনি একটি বেবি প্রোডাক্ট হচ্ছে কোডোমো বেবি লোশন। কোডোমো বেবি লোশন নবজাতকের
জন্য ভালো কিনা এটা অনেকে জিজ্ঞেস করে থাকে। উত্তর হলো হ্যাঁ, এই কোডোমো বেবি লোশন
নবজাতক থেকে শুরু করে বড় বাচ্চাদের ত্বকে ও ব্যবহার করা যাবে। এই কোডোমো বেবি
লোশন বাচ্চার ত্বকে ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের অনেক উপকার হয়। এই কোডোমো বেবি
লোশন টি মূলত গরমের জন্য বেশি উপযোগী। তাই নবজাতকের জন্য এই কোডোমো বেবি লোশন
নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এতে কোন সমস্যা নেই।
কোডোমো বেবি প্রোডাক্ট কেমন
কোডোমো বেবি লোশন এর উপকারিতা কোডোমো বেবি প্রোডাক্ট গুলো কেমন এ সম্পর্কে অনেকেই
জানতে চাই। বাচ্চার ত্বকের জন্য সবাই খুবই সচেতন। তাই বাচ্চার ত্বকে কোন কিছু
ব্যবহারের পূর্বে আগে যাচাই-বাছাই করে নিতে হয়। অভিভাবকরা বাচ্চার ত্বকের জন্য
সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই। কোন প্রোডাক্টটি বাচ্চার ত্বকের জন্য
উপযুক্ত এবং কোনটি বাচ্চার ত্বকের জন্য ব্যবহার করা যাবে না। তেমনি একটি
কোম্পানির প্রোডাক্ট যেটার নাম হল কোডোমো বেবি প্রোডাক্ট। এই কোম্পানির সকল
প্রোডাক্ট মূলত বাচ্চাদের জন্য। এবং এই সকল প্রোডাক্টগুলো বাচ্চা ত্বকের জন্য
অনেক কার্যকরী এবং উপযুক্ত।
কোডোমো বেবি প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে উৎপাদন করা হয়। কোডোমো বেবি
প্রোডাক্টগুলো অনেক গুণমান এবং যত্নের সমর্থক। এই প্রোডাক্টগুলো ৩০ বছরের বেশি
সময় ধরে বিশ্বস্ত। এই প্রোডাক্ট গুলোর আকৃতি কোনোটা হাতি, কোনোটা সিংহ, কোনটা
জিরাফ, খরগোশ এবং ভালুকের মতো আকৃতি দেওয়া হয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য।
কোডোমো বেবি প্রোডাক্টগুলোর মধ্যে অনেক পণ্য রয়েছে। নিচে কোডোমো বেবি প্রোডাক্ট
গুলোর মধ্যে থেকে কয়েকটি পণ্য নিচে দেওয়া হলো-
কোডোমো বেবি লোশনঃ এটি মূলত বাচ্চাদের ত্বকে লোশন হিসেবে ব্যবহৃত করা হয়।
এ লোশনটি বাচ্চাদের ত্বকে অনেক উপযুক্ত এবং বাচ্চাদের ত্বক নরম ও কোমল রাখতে অনেক
কার্যকরী।
কোডোমো বেবি ক্রিমঃ এই পণ্যটি বাচ্চাদের ত্বকে শীতকালে ক্রিম হিসেবে
ব্যবহার করা হয়। শীতকালে বাচ্চাদের ত্বকে নানা ধরনের ক্রিম ব্যবহার করা হয়। তবে
এই কোডোমো বেবি ক্রিম টি বাচ্চা ত্বকের জন্য অনেক কার্যকরী। বাচ্চার ত্বক কে
রুক্ষ এবং শুষ্কতার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
কোডোমো বেবি সাবানঃ এই সাবানটি কোডোমো বেবি প্রোডাক্টের। বাচ্চার ত্বকে
সাবান ব্যবহারের জন্য অনেকেই উপযুক্ত সাবানটি খুজেন। আপনারা চাইলে এই সাবান টি
বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন।
কোডোমো বেবি অয়েলঃ বাচ্চার চুলে ব্যবহারের জন্য কোডোমো কোম্পানির এই তেলটি
ব্যবহার করতে পারেন। এই তেলটি বাচ্চা চুলের জন্য উপযুক্ত এবং কার্যকরী।
কোডোমো বেবি শ্যাম্পুঃ বাচ্চার চুলে শ্যাম্পু ব্যবহারের জন্য অনেকেই ভেবে
থাকে বাচ্চার চুলের জন্য কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা যাবে। আপনি চাইলে
নির্দ্বিধায় বাচ্চার চুলের জন্য কোডোমো কোম্পানির এই শ্যাম্পুটি বাচ্চার চুলের
জন্য ব্যবহার করতে পারেন।
কোডোমো বেবি লোশন পাউডারঃ কোডোমো কোম্পানির এই লোশন পাউডার সারা বছরের
জন্য।যেকোনো সময় বাচ্চার ত্বকের জন্য এটি ব্যবহার করা যাবে। বাচ্চার ত্বকের জন্য
এই লোশন পাউডার অনেক কার্যকরী এবং উপযুক্ত।
উপরের আলোচিত প্রোডাক্টগুলো ছাড়াও কোডোমো কোম্পানির বাচ্চাদের জন্য আরো কিছু
প্রোডাক্ট রয়েছে যেমন কোডোমো বেবি বাথ, কোডোমো বেবি বডি ওয়াশ, কোডোমো বেবি
হেয়ার এন্ড বডি ওয়াশ ইত্যাদি।
কোডোমো বেবি লোশন পাউডার
কোডোমো বেবি লোশন এর উপকারিতা কোডোমো বেবি লোশন সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি
এখন জানবোকোডোমো বেবি লোশন পাউডার সম্পর্কে। এই পাউডার টি কোডোমো কোম্পানির একটি
প্রোডাক্ট।
কোডোমো বেবি লোশন শুধুমাত্র গরমের জন্য বেশি কার্যকরী তবে এই কোডোমো বেবি লোশন
পাউডার টি ১২ মাসেই ব্যবহার করা যাবে। বাচ্চা ত্বকের জন্য এই পাউডার টি অনেক
উপকারী। নিচে কোডোমো বেবি লোশন পাউডার এর কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা হলো-
- ত্বকের প্রতি যত্নশীল -- কোডোমো বেবি লোশন পাউডার বাচ্চার ত্বকে ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের জন্য আরামদায়ক ও যত্নশীল। এ লোশনটি বাচ্চার ত্বকের সাথে মিশে ত্বককে স্নেহ পূর্ণ স্পর্শ প্রদান করে যা বাচ্চার ত্বকের জন্য অনেক উপযুক্ত।
- আরামদায়ক -- কোডোমো বেবি লোশন পাউডার বাচ্চার ত্বকের জন্য অনেক আরামদায়ক। বাচ্চা ত্বকে পাউডার টি ব্যবহারের ফলে ব্যবহারের ফলে বাচ্চার ত্বক সারাদিন আরামদায়ক এবং সতেজ থাকে। গোসলের পরে কিংবা ডায়াপার পরিবর্তনের সময় আরামদায়ক শিথিলতার মুহুর্তের জন্য এ এই পাউডারটি অনেক নির্ভরযোগ্য।
- কোমল ও নমনীয় -- কোডোমো বেবি লোশন টি এমন সুরক্ষা ভাবে তৈরি করা হয়েছে যে এটি অতি কোমল এবং নমনীয়। বাচ্চার ত্বকে এই পাউডারটি ব্যবহারের ফলে ত্বকে এক ধরনের প্রশান্তি দেয় । এই পাউডারটি বাচ্চার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে।
- গোলাপি হানাবাকি জাদু -- এই পাউডারটি গোলাপি হানাবাকি ফুলের নমনীয়তা এবং কবজ দ্বারা অনুপ্রাণিত। এই পাউডারে গোলাপি হানাবাকি ফুলের সুগন্ধ ছড়ায় যা অতি সূক্ষ্ম এবং মৃদু। শিশুর পরিবেশের জন্য এই পাউডারের সুগন্ধিটি প্রশান্তি দায়ক।
- পার্শ্ব প্রতিক্রিয়া নেই -- এই পাউডার টি চর্ম রোগের সংক্রান্ত পরীক্ষা করে তৈরি করা হয়েছে। এই পাউডারটি বাচ্চার সংবেদনশীল তাদের জন্য অনেক উপযুক্ত। এই পাউডার টি রাসায়নিক মুক্ত। তাই এটি পিতা মাতার জন্য একটি আদর্শ পছন্দ।
কোডোমো বেবি লোশন এর দাম
কোডোমো বেবি লোশন সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত জানলাম। এর এর উপকারিতা এবং
বাচ্চা ত্বকের জন্য উপযুক্ত কিনা এ সম্পর্কেও ইতিপূর্বে আমরা জানতে পেরেছি।অনেকে
বাচ্চার ত্বকে ব্যবহারের জন্য এ লোশন এর দাম সম্পর্কে জানতে চাই।
কোডোমো বেবি লোশন বাজারের যেকোনো কসমেটিক্স দোকানে, শপিংমলে, সুপার শপে অথবা
অনলাইন বিভিন্ন পেজে পাওয়া যায়। এখন কোডোমো বেবি লোশন এর দাম সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হলো-
লোশন ছাড়াও কোডোমো কোম্পানির 'কোডোমো বেবি লোশন পাউডার' নামে আরেকটি পণ্য পাওয়া
যায়। এটা মূলত বাচ্চাদের ত্বকে পাউডার হিসেবে ব্যবহার করা হয়। এই পাউডারের দুটি
সাইজের প্রোডাক্ট রয়েছে। একটি হলো ১৮০ মিলি এবং আরেকটি ১৯০ মিলি।
- কোডোমো বেবি লোশন ২০০ মিলি -- মূল্য ৬৮০ টাকা। কোডোমো বেবি লোশন মূলত এই একটি সাইজের। এর থেকে বড় তা সাধারণত পাওয়া যায় না।
- কোডোমো বেবি লোশন পাউডার ১৮০ মিলি -- ৩৬০ টাকা
- কোডোমো বেবি লোশন পাউডার ১৯০ মিলি -- ৬২৭ টাকা
লেখকের শেষ কথাঃ কোডোমো বেবি লোশন এর উপকারিতা
কোডোমো বেবি লোশন এর উপকারিতা সম্পর্কে জানা আপনার অবশ্যই জরুরী। এর সাথে সাথে
আপনার বাচ্চাদের সব ধরনের পণ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কেননা প্রত্যেক
বাড়িতেই ছোট বাচ্চার আগমন ঘটে যার কারণে তার স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য নানা
ধরনের পণ্য ব্যবহার করতে হয়।তেমন বাচ্চার ত্বকের জন্য উপযুক্ত একটি পণ্য হল
কোডোমো বেবি লোশন। এ লোশনের যাবতীয় উপকারিতা এবং নবজাতকের জন্য এটি উপযুক্ত কিনা
এসব সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাচ্চার ত্বকের জন্য এই কোডোমো
বেবি লোশন অনেক উপকারী এবং উপযুক্ত।
কেননা এই লোশনটিতে কোন রাসায়নিক পদার্থ নেই এবং এটি থাইল্যান্ডে বাচ্চাদের
ত্বকের উপর নানা পরীক্ষা নিরীক্ষা করে উৎপাদন করা হয়। যার কারণে এটি বাচ্চাদের
ত্বকের জন্য উপযুক্ত। প্রিয় পাঠক এই আর্টিকেলে আমি কোডোমো বেবি লোশন সম্পর্কে
যাবতীয় উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি পড়ে
যদি আপনি উপকৃত হন তাহলে আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনদের মাঝে
আর্টিকেলটি শেয়ার করে দিন যাতে তারাও এটি পড়ে উপকৃত হতে পারে। স্বাস্থ্য বিষয়ক
সমস্ত তথ্য জানতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url