ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় - ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
ঠোঁট ফাটে কোন ভিটামিনের অভাবে - ঠোঁট ফাটা কমানোর ঘরোয়া উপায়ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় সম্পর্কে কি আপনি জানতে ইচ্ছুক? আপনি যদি ঠোঁট
গোলাপি করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কিভাবে
ঠোঁট গোলাপি করা যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলে মনোযোগ সহকারে পড়ুন।
আমাদের দেহের প্রত্যেকটি অংশই আমাদের শরীরের সৌন্দর্য বহন করে। তেমনি ঠোঁট
আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। তবে কালো ঠোঁট নিয়ে অনেকে চিন্তায় ভোগে।
ঠোঁট গোলাপি করার সাথে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হলো।
পেজ সূচিপত্রঃ ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
- ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
- ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
- ঠোঁট গোলাপি করার ক্রিম ছেলেদের
- ঠোঁট গোলাপি করার ক্রিম মেয়েদের
- ঠোঁট গোলাপী করার লিপবাম
- লেখকের শেষ কথাঃ ঠোঁট গোলাপি করার উপায়
ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
সুন্দর ঠোঁট সকলেই চাই। ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় সুন্দর ঠোঁট যেমন আমাদের
মুখের সৌন্দর্যকে বৃদ্ধি করে আবার ঠোঁটের সুন্দর হাসি আমাদের সৌন্দর্যকে
দ্বিগুণ করে তোলে। ঠোঁটের অযত্নের কারণে ঠোঁটের সৌন্দর্য হারিয়ে
যায়। কালো ঠোঁট নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগি। তবে ঘরোয়া উপায়ে
আপনি চাইলে আপনার ঠোঁট গোলাপি করতে পারবেন। এজন্য আপনাকে এসব টিপস জেনে নিতে
হবে। ঘরোয়া উপায়ে ঠোঁট গোলাপি করার জন্য যা যা করতে হবে-
অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে ব্যবহার করুনঃ ঠোঁট গোলাপি করার
জন্য এলোভেরা জেল এবং মধু বেশ কার্যকরী। জন্য প্রথমে এক টেবিল চামচ
এলোভেরা জেল নিয়ে এটাতে পরিমাণমতো মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন। ঠোঁটে
ব্যবহারের ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। ঠোঁটে এই
মিশ্রণটি ব্যবহারের ফলে ঠোঁটকে কোমল রাখতে সাহায্য করবে এবং ঠোঁটে যদি কালচেভাব
থাকে তাহলে সেটি আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং সুন্দর একটি গোলাপী
ঠোঁট হয়ে উঠবে।
চিনি ও মধু মিশিয়ে ব্যবহার করুনঃ মধুর সাথে চিনি
মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। চিনি আমাদের ঠোঁটের মৃত
কোষগুলো দূর করতে সাহায্য করে। এই মিশ্রণটি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে
পারবেন। এই মিশ্রণটি ব্যবহারের ফলে ঠোঁটের ত্বকের ময়েশ্চারাইজার
বজায় রাখতে সাহায্য করবে।
লেবুর রসের সাথে গোলাপের পাপড়ির গুঁড়ো মিশিয়ে ব্যবহার
করুন ঃ এই মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমে এক চা চামচ গোলাপের গুড়োর
সাথে খানিকটা লেবুর রস মিশিয়ে তার সাথে একটু অলিভ অয়েল দিয়ে একটি প্যাক
তৈরি করে নিন। এই মিশ্রণটি ভালো ভাবে ঠোঁটে লাগিয়ে নিন। ১০ মিনিট
পর হালকা কুসুম গরম পানি দিয়ে এটি ধুয়ে ফেলুন। এই
মিশ্রণটি ঠোঁটের ফাটা অংশ দূর করতে অনেক কার্যকরী পাশাপাশি
সানবার্ন এর সমস্যা দূর করে।
বিটরুট ব্যবহার করুনঃ ঠোঁটে বিটরুট ব্যবহারের জন্য প্রথমে
একটি বিটরুট কে কয়েক টুকরো করে নিয়ে তারপর সেটি ব্লেন্ডারে ব্লেন্ড
করুন। এরপর এর রস তুলার সাহায্যে ঠোঁটে আলতো করে লাগিয়ে
নিন। নিয়মিত বিটরুটের এই রস ঠোঁটে ব্যবহারের ফলে খুব
তাড়াতাড়ি গোলাপী হয়ে উঠবে।
ঘরোয়া উপায়ে এভাবে ঠোঁটের যত্ন নিতে পারলে ঠোঁট খুব সহজেই গোলাপি
হয়ে উঠবে। ঠোঁট গোলাপি রাখতে পাশাপাশি আপনাকে আরো কিছু নিয়ম কারণ
মেনে চলতে হবে। যেমন ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। কেননা ধূমপান
করার কারণে খুব সহজেই খুব কালো হয়ে যায়। এছাড়াও ঠোঁটের প্রতি
যত্নশীল হতে হবে। পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে পানি আমাদের
শরীরের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে।
ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
ঠোঁট আমাদের মুখের সৌন্দর্যের একটি অংশ। ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় আমাদের
দৈনন্দিন জীবনে ঠোঁটের অযত্ন এবং ধূমপানের কারনে ঠোঁটের সৌন্দর্য নষ্ট হয়ে যায়
বা কালচে হয়ে যায়। তবে ঠোঁট যখন কালো হয়ে যায় অথবা কালচে দেখায় তখন নিজের
কাছে অনেক খারাপ লাগে এবং কালো ঠোঁটের জন্য অনেকে বিরক্ত বোধ করে।
তারা ভাবে যে এই ঠোঁট হয়তো আর সুন্দর মসৃণ গোলাপি হবে না। আপনি যদি
ঠোঁটের যত্ন নিতে পারেন তাহলে ঠোঁটের কালো ভাব দূর হয়ে গিয়ে ঠোঁট হয়ে উঠবে
গোলাপি, সুন্দর এবং মসৃন।ঠোঁটে কালো দাগ দূর করার জন্য যা যা করবেন-
মধুর সাথে বাদামের তেল মিশিয়ে ব্যবহার করুনঃ মধু এবং বাদামের তেল আমাদের
শরীরের জন্য যেমন পুষ্টি যোগায় তেমনি আমাদের ঠোঁটের জন্য পুষ্টি যোগায়। ঠোঁটের
পুষ্টি ঠোঁটকে উজ্জ্বল করে তোলে। ঠোঁটে মধুর সাথে বাদামের তেল মিশিয়ে নিয়মিত এই
মিশ্রণটি আপনার ঠোঁটে ব্যবহার করতে থাকুন। প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করলে
খুব তাড়াতাড়ি আপনি এর ফল পাবেন।
দুধের সাথে টক দই মিশিয়ে ব্যবহার করুনঃ দুধে রয়েছে প্রচুর পরিমাণে
প্রোটিন যা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও দুধ এবং টক দইয়ে
প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড রয়েছে। যা ঠোঁটকে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে
উজ্জ্বল করতে সাহায্য করে। এজন্য প্রতিদিন নিয়মিত দিনে দুইবার ঠোঁটে দুধ এবং টক
দইয়ের এই মিশ্রণটি ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করতে পারলে ঠোঁটের সৌন্দর্য
বৃদ্ধি পাবে।
লেবুর রসের সাথে চীনে মিশিয়ে ব্যবহার করুনঃ লেবুর সাথে চিনি মিশিয়ে
ঠোঁটে ব্যবহার করার প্রক্রিয়া সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে
জানেন না। প্রথমে একটি পাতি লেবুকে কয়েক টুকরা করে কেটে নিন। তারপর লেবুর উপর
চিনি দিয়ে দিন। এরপর আপনার ঠোঁটে ঘষতে থাকুন। আলতো করে ২মিনিট ধরে ঘষুন। ঠোটে
লেবুর সাথে চিনি ব্যবহারের ফলে ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করবে। ঠোঁটের
কালো দাগ দূর করতে এই এটি অনেক কার্যকরী।
টমেটো রস ব্যবহার করুনঃ টমেটো রস ঠোঁটকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। এজন্য
আপনার ঠোঁটে নিয়মিত টমেটো রস ব্যবহার করুন। প্রথমে পাকা টমেটো টুকরো করে কেটে
নিয়ে অথবা এর রস বের করে নিয়ে ঠোঁটে লাগাতে পারেন। ঠোঁটে এই রস লাগানোর ফলে
ঠোঁট উজ্জ্বল হবে।
মধুর সাথে চিনি মিশিয়ে ব্যবহার করুনঃ মধুর সাথে চিনি মিশিয়ে ব্যবহার এই
প্রক্রিয়াটি ঠোঁটকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। মধুর সাথে চিনি মিশিয়ে ঠোঁটে
মাখিয়ে নিন এরপর ১০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।
অলিভ অয়েলের সাথে গোলাপজল ব্যবহার করুনঃ অলিভ অয়েল আমাদের শরীরের জন্য
অনেক উপযোগী একটি তেল। তাই এই অলিভ ওয়েলের সাথে গোলাপ জল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে
ম্যাসাজ করুন। নিয়মিত কয়দিন ব্যবহার করতে পারলে আপনি এর ফলাফল পেয়ে যাবেন।
আগের ঠোঁটের সাথে পরের ঠোঁটের ভালো ব্যবধান বুঝতে পারবেন।
ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় এ নিয়মিত যদি আপনি আপনার ঠোঁটে
এসব মিশ্রণগুলো ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ঠোঁটের কালো দাগ দূর
হয়ে ঠোঁটকে উজ্জ্বল সুন্দর মসৃণ করে তুলবে।
ঠোঁট গোলাপি করার ক্রিম ছেলেদের
ত্বকের যত্নে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি অবহেলা করে। ঠোঁটের অযত্নের
কারণে অনেক সময় ঠোঁট ফেটে যায়। ছেলেরা সাধারণত ধূমপান বেশি ব্যবহার করে
থাকে এজন্য ঠোঁট খুব তাড়াতাড়ি কাল হতে দেখা যায় এবং ঠোঁটের সৌন্দর্য নষ্ট
হয়। ঠোঁট কালো হওয়ার কারণে অনেকে দুশ্চিন্তায় ভোগে।ভাবে এই ঠোঁট
হয়তো আর সুন্দর এবং গোলাপী করা যাবে না।
তবে ঠোঁট গোলাপি করার ক্রিম রয়েছে।বর্তমান সময়ে মেয়েদের ঠোঁট গোলাপি করার
পাশাপাশি ছেলেদেরও ঠোঁট গোলাপি করার ক্রিম রয়েছে। ঠোঁট গোলাপি করতে
চাইলে আপনি এ ধরনের ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। এতে করে খুব সহজেই আপনার
ঠোঁট গোলাপি হয়ে উঠবে। বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো ছেলেদের
ঠোটের জন্য উপযোগী এবং ঠোঁটকে গোলাপি করতে অনেক কার্যকরী।
এসব ক্রিমের মধ্যে অন্যতম লিপ স্লিপিং মাস্ক, স্ক্রু ক্রিম ও
ক্লোভেট। বর্তমান সময়ে ছেলেদের ঠোঁট গোলাপি করার জন্য এসব ক্রিমগুলো অনেক
জনপ্রিয় আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন এবং ক্রিম ব্যবহার করতে চান তাহলে এইসব
জনপ্রিয় ক্রিমগুলোর ভিতরে যে কোন একটি নিতে পারেন।এই ক্রিমগুলো ব্যবহার করা
হলে আপনার ঠোঁটকে ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করবে এবং গোলাপি করে
তুলবে।
ঠোঁট গোলাপি করার ক্রিম মেয়েদের
মেয়েদের ঠোঁট গোলাপি করার ক্রিম সম্পর্কে অনেকেই হয়তো জানে না। অনেকে চায়
যে খুব তাড়াতাড়ি তার ঠোঁটটা গোলাপি করতে। কারণ ঠোঁট গোলাপি হলে
ঠোঁটের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়।এতে সুন্দর ঠোঁটের প্রতি সবার একটা আকর্ষণ
বাড়ে। ত্বকের প্রতি মেয়েরা বেশি যত্নশীল হওয়ায় তারা নানা ধরনের
ক্রিম ব্যবহার করে। এজন্য ত্বকের যাবতীয় ক্রিম সম্পর্কে ছেলেদের
তুলনায় মেয়েদের ধারণা বেশি থাকে। তেমনি মেয়েদের ঠোঁট গোলাপি করার ক্রিম
সম্পর্কেও হয়তো অনেকে জেনে থাকবেন। বাজারে মেয়েদের ঠোঁট গোলাপি করার বেশ
কয়েক ধরনের ক্রিম পাওয়া যায় যেমন-
- Himalaya Herbals Lips Care Cream.
- Vasline Lip Therapy Rosy Lips
- Biotique Bio Fruit Lip Balm
- Lotus Herbals Safe Sun Lip Balm SPF 20
এসব ক্রিমগুলো কালো ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। এসব ক্রিমগুলো
সাধারণত কসমেটিক দোকান অথবা কোন সুপারশপে আবার অনলাইন পেজেও পাওয়া যাবে।
ঠোঁট গোলাপি করার লিপ বাম
সুন্দর ঠোঁট যেমন আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি কালো ঠোঁট আমাদের
মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। এজন্য আমাদের শরীরের অন্যান্য
ত্বকের পাশাপাশি আমাদের ঠোঁটের ও যত্ন নিতে হবে।কালো ঠোঁটকে গোলাপি করার
জন্য অনেক কিছু ব্যবহার করা যায়। তার মধ্যে একটি হলো লিপ বাম। লিপ
বাম সম্পর্কে হয়তো আমরা প্রায় সবাই জানি।
এই লিপ বাম আমরা সাধারণত শীতকালে রুক্ষ ঠোটের জন্য ব্যবহার করে
থাকি। তবে আপনি কি জানেন ঠোঁট গোলাপি করার জন্যও বিভিন্ন ধরনের লিপ বাম
পাওয়া যায়। চলুন এবার ঠোঁট গোলাপি করার কয়েকটি লিপ বাম সম্পর্কে জেনে নিই।
- বায়োটিক বায়ো হোয়াইট হোয়াইটিং লিপ বাম -- এই লিপ বাম টি কালো ঠোঁটের জন্য বেশ কার্যকরী। এতে থাকা এক বিশেষ ধরনের উপাদান যা ঠোঁটের পিগমেন্টেশনকে কার্যকর ভাবে চিকিৎসা করে। ৫ গ্রাম এই লিপ বামের দাম ১৫০ টাকা।
- নিভিয়া লিপ বাটার ব্লুবেরি ব্লাশ -- এই লিপ বাম টি ঠোঁটের হাইড্রেশন এবং পুষ্টির জন্য অনেক কার্যকরী। এই লিপ বাম এর দাম ২০০ টাকা।
- লোটাস হারবাল লিপ থেরাপি -- এই লিপ বাম টি ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে ও গোলাপি করতে সাহায্য করে। এই লিপ বাম টি তে পুদিনা পাতার উপাদান রয়েছে। পুদিনা পাতার উপাদান সমৃদ্ধ এই লিপ বাম টির মূল্য ১৩৫ টাকা।
- সেক্সি পিঙ্ক লিপ বাম -- এই লিপ বাম টি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটকে খুব তাড়াতাড়ি গোলাপী করতে সাহায্য করে। ৩০ গ্রাম এই লিপ বাম এর দাম ৩৫০ টাকা।
লেখকের শেষ কথাঃ ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় ঠোঁট আমাদের মুখের একটি গুরুত্বপূর্ণ
অংশ হওয়ায় আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। সুন্দর ঠোঁঁট যেমন
সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি রুক্ষ এবং কালো ঠোঁট আমাদের মুখের সৌন্দর্য নষ্ট
করে দেয়। এজন্য আমাদের অন্যান্য ত্বকের পাশাপাশি ঠোঁটেরও যত্ন নেওয়া
প্রয়োজন। ঠোঁট গোলাপি করার জন্য ঘরোয়া পদ্ধতিতে তৈরি কিছু উপাদান যদি
আপনি নিয়মিত ঠোঁটের ব্যবহার করতে পারেন তাহলে ঠোঁট গোলাপি করতে পারবেন।
এছাড়া কিছু ক্রিম এবং লিপ বামের ব্যবহার ঠোঁট গোলাপি করতে যথেষ্ট ভূমিকা
রাখে।
এই আর্টিকেলে আমি ঠোঁট গোলাপি করার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে আলোচনা করার
চেষ্টা করেছি পাশাপাশি ঠোঁটের কালো দাগ দূর করার জন্যও কিছু টিপস সম্পর্কে আলোচনা
করেছি। এই আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার
বন্ধু-বান্ধব অথবা আত্মীয় স্বজনদের মাঝে আর্টিকেলটি শেয়ার করে দিন যাতে করে এটা
পড়ে তারা উপকৃত হতে পারে। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য
পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ ধরে আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url